![]() |
দীপিকা কাকর |
২০১৮ সালে অভিনেতা শোয়েব ইব্রাহীমকে বিয়ে করেছেন দীপিকা। শোয়েব ও দীপিকা এখন আছেন তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায়।
![]() |
শোয়েব ইব্রাহীম ও দীপিকা কাকর |
প্রথম সন্তানের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। আমি খুবই অল্প বয়সে অভিনয় শুরু করি। এরপর টানা ১০-১৫ বছর ধরে করে গেছি। যখন আমি অন্তঃসত্ত্বা হই, শোয়েবকে বলি, আর অভিনয় করতে চাই না। অভিনয় ছেড়ে পুরোপুরি গৃহিণী ও মা হয়ে থাকতে চাই।’
সাক্ষাৎকারে দীপিকা কাকর আরও জানান, তিনি অভিনয়ে এসেছিলেন হঠাৎই। তবে এক যুগের বেশি সময় অভিনয় তাঁকে যা দিয়েছে, তা নিয়ে খুব খুশি।
![]() |
শোয়েব ইব্রাহীম ও দীপিকা কাকর |
জনপ্রিয় সব টিভি সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতেও দেখা গেছে দীপিকা কাকরকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলটন’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি।
Post a Comment